ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরীর আবেদন ডাক বিভাগে

7th August 2021 12:52 pm মালদা
ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরীর আবেদন ডাক বিভাগে


দেবাশীষ পাল ( মালদা ) : ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন। তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দপ্তরে।এক বা দুইটি আবেদনপত্র নয়। ১৫টি এমন  ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদনপত্রের হদিস পাওয়া গেল মালদহ জেলা ডাক ডিভিশনে। সম্প্রতি মালদহ জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। কমপক্ষে শতাধিক শূণ্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েকশো কর্মপ্রার্থী এই পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেয়।এই আবেদনপত্র ও তার সাথে  দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। চক্ষু চড়ক গাছ মালদহ ডিভিশনের ডাক বিভাগের কর্তাদের। ১৫জন কর্মপ্রার্থীর আবেদন পত্রের সাথে দেওয়া সার্টিফিকেট ভুয়ো। মালদহ  ডিভিশনের ডাক বিভাগের অধিকর্তা জানান সার্টিফিকেট গুলি দেখে সন্দেহ হয়। সেই কারণে সার্টিফিকেট গুলির সত্যতা  খোঁজ করা হয়।  চিঠি মারফৎ সার্টিফিকেট গুলি সঠিক কিনা তা জানতে চাওয়া হয়। এরপর সংলিষ্ট দপ্তর থেকে সার্টিফিকেট গুলি ভুয়ো তার তথ্য আসে। এরপরই মালদহ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তদন্তের জন্য আবেদন করা হয়। মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া এমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান  ভুয়ো সার্টিফিকেট দিয়ে আবেদনকারী ১৫জন কর্মপ্রার্থীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। ভুয়ো সার্টিফিকেট কিভাবে এই আবেদনকারীরা সংগ্রহ করেছে বা কোন চক্র এই কারবারে রয়েছে কিনা। সব খতিয়ে দেখা হচ্ছে।





Others News